আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে আটঘরিয়া উপজেলার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন,
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান, পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিরোদ কর্মকার নিরু, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, স্বাস্থ্য, রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, ভুমি অফিস, কোথাও দুর্নীতির স্থান হবে না। মাদক নির্মুল করতে হবে।
এবং আইন শৃঙ্খলা বিঘ্ন হলে কঠোর ভাবে পদক্ষেপ নিতে হবে।
পরে নবাগত জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। এছাড়াও তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক আটঘরিয়া পৌরসভা পরিদর্শন করেন এবং বিকালে উপজেলা পরিষদ মাঠে দেবোত্তর ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত, প্রকৌশলী বাকী বিল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, জেসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।