সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পাগলা বাজারে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি পাগলা সরকারী মডেল হাইস্কুলের জামতলা থেকে শুরু হয়ে পাগলা বাজার পূবালী ব্যাংকের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, মান্নানের ফাঁসি চাই, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান' সহ নানা রকমের স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজিব আল হাসান, সাকিব মিয়া, নাছির আলী, রাহাদ হোসেন, রাজুউল হক ও সাফওয়ান আহমদ উজ্জল।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, '১৭ জুলাই শান্তিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে আমাদের মিছিলে বাঁধা দেন। এসময় শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেন। গত ৩১ জুলাই এম এ মান্নান নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে জামায়াত-বিএনপির আন্দোলন বলে শান্তিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে লিফলেট বিতরণ করেছেন। সর্বশেষ ০৪ আগষ্ট এম এ মান্নানের নেতৃত্বে শান্তিগঞ্জ বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে মিছিল করেছেন। এসব ঘটনার প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে। এরপরও আওয়ামী লীগের কিছু দোসর এম এ মান্নানকে নির্দোষ দাবি করে। এই দালালরা ষড়যন্ত্র করে তাদের গ্রাম ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাজপথে মিছিল করার অপচেষ্টা করেছে। আমরা এম এ মান্নানের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের দাবি জানাই।'
এসময় শিক্ষার্থী মাহিন আহমদ, ইমরান আহমদ, লিসান আহমদ, সবুজ কাউসার, জুবেল আহমদ, বিশ্বজিৎ দে শুভ্র, সাব্বির আহমদ সহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।