ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন গঠন ও বিভিন্ন এলাকার আদিবাসী গ্রামের উপরে অগ্নিসংযোগ এবং ভাংচুরের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলার শাখার আয়োজনে হাটখোলা এলাকা থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আদিবাসী পরিষদ ধামইরহাট শাখার সভাপতি বিজয় এক্কার সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুুকুল, বাসদের পত্নীতলা শাখার আহ্বায়ক রবিউল টুডু, ধামইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু, সাধারণ সম্পাদক রিক্তা পাহান প্রমুখ।