ঢাকা
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:১৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

চিলমারীতে দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মালাকররা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গা মূর্তি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা(মালাকর)। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রায় ৭০-৭৫শতাংশ কাজ শেষ করেছে তারা। এরপর রংতুলির কাজে ব্যস্ত হয়ে পড়বেন কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নজরদারি রাখবেন বলে জানিয়েছেন।

সনাতন ধর্মের শাস্ত্র মতে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এ বছর ১২ অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলায় দুর্গোৎবের জন্য নির্ধারিত মন্ডবসমুহে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকসহ নানা ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতিমা তৈরির মূল কাঠামোর কাজ শেষের দিকে। কাজের চাপ বাড়তে থাকায় পুরুষ কারিগরদের এ কাজে সহায়তা করছেন স্ব-স্ব গৃহবধূরা। কারন সামান্য সংখ্যক কারিগরই তৈরি করে থাকেন এসব মূর্তি। প্রতিমা তৈরীর কারিগরদের বলা হয় মালাকর। এই পেশায় নিয়োজিত মালাকরদের সারা বছরের উপার্জন করতে হয় প্রতিমা তৈরির সময়। তবে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, রংসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় খুব একটা লাভ হয় না বলে জানান কারিগররা। এসময় মালাকর বিমল চন্দ্রের স্ত্রীকে প্রতিমা তৈরির কাজ করতে দেখা যায়।

প্রতিমা তৈরির কারিগর(মালাকর) শ্রী বিমল চন্দ্র মহন্ত ও শ্রী সুমন চন্দ্র মহন্ত বলেন, চলতি বছর দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা তৈরি হচ্ছে। এসব প্রতিমা স্থানীয় উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় সরবরাহ করা হবে। তবে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা বিক্রি করে খুব একটা লাভ হবে না।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন কুমার রায় জানান, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে ২২টি মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এবারের দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

চিলমারী মডেল থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুজা উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসন সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই তৎপর রয়েছেন। চিলমারীতে ইতিপূর্বে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি, আমরা আশা করছি এধরনের কোন ঘটনা ঘটবে না। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে জরুরী নম্বর দেয়া থাকবে। যদি কোথাও কোন সমস্যা মনে হয় আমাদের অবগত করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram