শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে হাবিবুল্লাহ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর খোশালপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে।
মৃত হাবিবুল্লাহ পার্শ্ববর্তী চিথলিয়া পাড়া গ্রামের শরাফত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসি ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ দীর্ঘদিন যাবত স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। ঘটনার দিন রাতে স্ত্রী সন্তান ও শ্বশুর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হাবিবুল্লাহ গভীর রাতে যে কোনো সময় টিউবওয়েলের পাশে আম গাছের ডালে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ভোর সাড়ে ৪টার দিকে তার সম্বন্ধি বিল্লাল হোসেন ওযু করার জন্য টিউবওয়েলে গেলে দেখতে পান বিল্লাল গলায় রশি অবস্থায় আম গাছের ডালে ঝুলতেছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন আসে এবং তার বাবার বাড়িতে খবর দেয়। পরে পুলিশ (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।