খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে চলাচলে অনুপযোগী সড়কে সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক হারুন অর রশীদ তালুকদার, ব্যবসায়ী গোলাম মোস্তফা খান, আলী আকবর খান, ব্যবসায়ী আকাশ তালুকদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্যকালে তারা বলেন, নলছিটি পৌর এলাকার মল্লিকপুর থেকে সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি এখন মরনফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে আরও অসুস্থ হয়ে পড়েন।
এসময় তারা আরো অভিযোগ করে বলেন, জানা যায় সড়কটির কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলন করে নেয়া হয়েছে এবং আংশিক কাজ শুরু করে লাপাত্তা হয়ে গেছেন মূল ঠিকাদার। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অন্যথায় দশ দিন পরে আরো কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, যেসব সড়ক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হবে।