ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে ঘুষ দিতে গিয়ে ধমক খেয়ে দৌড়ে পলায়ন করেছেন এক মাদ্রাসা সুপার। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দৌড়ে পলায়ন করা সুপারের নাম মো. সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অনৈতিক ভাবে টাকা দেয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সুপারকে ধমক দেন। সুপারকে আটক করতে অফিস স্টাফদের তার কক্ষে ডাকেন। অফিস স্টাফরা কক্ষে পৌছার আগেই সুপার টাকাসহ দৌড়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ ত্যাগ করে পলায়ন করেন।
কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি অনৈতিকভাবে টাকা দিতে চেয়েছেন। সুপারের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানর ওসি রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসা সুপারের নামে জিডি করেছেন।