মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের পুরোহিতের কটূক্তির ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা সাটুরিয়া উপজেলা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মুসুল্লি অংশ গ্রহন করেন।বিক্ষোভ মিছিলটি সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাটুরিয়া বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সাটুরিয়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো.মহিউদ্দিন রুমি, সহ-সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম ফিরোজী,সাধারণ সম্পাদক মাওলানা মো.আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা মো. আশরাফুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ তাকে সমর্থন করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা আরও বলেন, নবীর অবমাননায় আমরা মুসলিম জাতি চুপ করে বসে থাকতে পারিনা, প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আছি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।এ সময় ভারতীয় পণ্য পরিহার ও মুসলিম বিশ্বকে ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহবান জানান বক্তারা।