ঢাকা
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:২৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪

গ্রাহক সেবায় নিয়োজিত চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনর্বিবেচনার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনর্বিবেচনার জন্য দাবি জানানো হয়েছে। পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমন্বয় কমিটি এ দাবি জানায়।

এ দাবিতে বলা হয়, উপসহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার সরকারের রাজস্ব আদায়, অবৈধ বিদ্যুৎ চুরি রোধসহ পিডিবির গ্রাহকদের অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দেন। তিনি যোগদানের পরে সাধারণ মানুষ তাদের কাক্সিক্ষত সেবা পাচ্ছেন। সাধারণ মানুষের ধারণা ছিল কিছু কিছু সরকারী অফিসে ভোগান্তি হয়, কিন্তু এই নারী কর্মকর্তার কাছে যারাই গেছেন তারা সেবা পেয়েছেন। একজন সরকারী কর্মকর্তা হিসেবে বদলী হবেন এটা স্বাভাবিক বিষয়, তবে সাধারণ গ্রাহকরা মনে করেন তার বদলীর আদেশ পুনর্বিবেচনা করা হোক।

সমাজসেবক কমরেড পিযুস চক্রবর্তী, ব্যকসের সাবেক সভাপতি শাহবাজ চৌধুরী, ব্যবসায়ী নেতা আব্দুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ফজল, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিল সোহেল, ব্যবসায়ী অভিনাশ রায়, হাফিজুর রহমান শাস্তু, মোঃ শামিম, নোমান আহমেদ, মোঃ আব্দুল সত্তার, শফিকুল আলম লিটন, আজমান আহমেদ, মহরম আলী, মানিক মিয়া, জসিম উদ্দিন, কাজল চক্রবর্তী, মোঃ কামাল মিয়া, মোঃ আবু শ্যামা, লিটন ঋষি, শহিদ মিয়া, পলি রাণী, ইউনুস মিয়া, আব্দুল আজিজ, আহাদ মিয়া, নিকিলেশ দত্ত প্রমুখরাসহ শত শত গ্রাহক মিলে মানবন্ধন করেন।

সম্প্রতি জেলা শহরে অনুষ্ঠিত এ মানববন্ধনেও উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনর্বিবেচনার জন্য দাবি জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram