হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
মিজানুর রহমান জেলার বিরল উপজেলার পশ্চিম বনগাও গ্রামের ইসরাইল আলীর ছেলে।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার আশরাফ আলী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ওই যুবক অবৈধভাবে ভারত থেকে দেশে অনুপ্রবেশ করছিল। এসময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। সে চিকিৎসার জন্য গত ২১শে মার্চ জেলার বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এসময় তার কাছ থেকে একটি ভারতীয় ও একটি বাংলাদেশী সীমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পুর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।