মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদিন দোকানের বেঁচা কেনার পর রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় বাড়িতে আসার পথে মহাসড়কে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান বাইসাইকেল আরোহী নুর আলম।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১ ঘটিকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উত্তর পাশে বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর হতে সবজি বোঝাই ট্রাক বাইসাইকেল আরোহী নুর আলমকে পেছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যান। বাইসাইকেল আরোহী মৃত নুর আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী নুর আলমের বিরামপুর কলেজ বাজারে একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। সে দিবাগত রাতে বেচাকেনা শেষ করে বাসায় ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উত্তর পাশে বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে দিনাজপুর হতে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে উক্তস্থানে বাইসাইকেলের পেছন দিকে ধাক্কা দিলে নুর আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের সাথে কথা বললে তিনি জানান, ট্রাকের চালক পালিয়ে যায় এবং ঘাতক ট্রাকটি বিরামপুর থানা হেফাজতে রয়েছে।এবিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে এবং মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।