মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: উচ্চশিক্ষার অধিকারের দাবিতে নোয়াখালী বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
সাইফুল ইসলামের সঞ্চালনায় রোববার শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে ব্যানার নিয়ে নোয়াখালী-ঢাকা ও চট্রগ্রাম হাইওয়ে সড়কে প্রদক্ষিন করে চৌমুহনী-চৌরাস্তায় অবস্থান নেয়।
এই সময় তারা তাদের উচ্চশিক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের উচ্চশিক্ষার জন্য দাবি তুলতে গিয়ে নানা হয়রানি শিকার হয়েছেন। দমন পীড়ন সহ্য করতে হয়েছে। আর এইসব এখন সহ্য করা হবে না। তাদের যৌক্তিক দাবি গুলো আমাদের ন্যায্য অধিকার বলে স্লোগান দেন তারা। তারা আরো বলেন, কৃষি উপদেষ্টার মাধ্যমে তারা শ্রীগই এই ব্যাপারে একটি স্মাকরলিপি প্রদান করবেন এবং তাদের দাবি তিনি মেনে নিবেন।
তাদের প্রধান ৪টি দাবি ছিলো-
১। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববদ্যিালয়ে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।
২। কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিতে হবে অথবা আয়তনে সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে।
৩। ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তজার্তিক মানসম্পন্ন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
৪। কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এইসময় উচ্চশিক্ষা অধিকার আদায়ের দাবীতে ছাত্র সংসদের পক্ষে থেকে বক্তব্য রাখেন ভিপি রায়হান খান, প্রতিনিধি ইকবাল রাজ। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাইমা ইসলাম, রিয়াদ হোসেন, রায়হান উদ্দিন শামীম সহ আরো অনেকে।
অবস্থান কর্মসূচী শেষে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. মোহাম্মদ জাকির হোসেন এর সাথে শিক্ষার্থীরা দাবি গুলো নিয়ে কথা বলেন।
কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. মোহাম্মদ জাকির হোসেন জানান, তাদের দাবি গুলো যৌক্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার বিষয়ে সরকার বিবেচনা রাখবেন বলেও তিনি জানান।