হিলি প্রতিনিধি: আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই, যেখানে জুলুম নির্যাতন, নিপিড়ন, বৈষম্য থাকবেনা। যেখানে দুস্থ মানবতা তাদের অধিকার পাবে, আইনের শাসন কায়েম হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা দক্ষিণ শাখার আমির আনোয়ারুল ইসলাম।
রবিবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ইসলামিক সমাজ ব্যবস্থার এই বিষয়টি যদি নিশ্চিত হয় তাহলে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যাভিচার, চুরি ডাকাতি, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, নিয়োগবাজি এগুলো বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে। এখানে জাতি ধর্ম বিষয় নয়।
আমরা যে সমাজ ব্যবস্থা করতে চাচ্ছি সেটি যদি কায়েম হয় তাহলে কায়েমি স্বার্থবাদি গোষ্ঠির স্বার্থ বিঘ্নিত হবে। যার কারনেই বারবার জামায়াতের উপর জুলুম নির্যাতন এসেছে বলে মন্তব্য করেন তিনি।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা এনামুল হক, হাকিমপুর উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার সভাপতি সবিরুল ইসলাম, জামায়াত নেতা নুর মোহাম্মদ, যুবসহকারির আহবায়ক আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।