শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ আলাল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এসআই অলক বিহারি গুনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির মালিকানাধীন একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ির উপর থেকে দুটি আলাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত ভ্যানগাড়িটিও জব্দ করা হয়।
আটককৃত মোঃ আলাল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ি রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, 'আটককৃত আলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। রবিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'