সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭০২ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার ১৫০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামতা চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো.হাবিবুর রহমান ও গোয়ালদী গ্রামের মো.শুকুর আলীর ছেলে রাশেদুল ইসলাম। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।
সাটুরিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে কামতা হাইওয়ে সড়কের পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কার তল্লাশি করে ৭০২ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ১৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত বাজার আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সাভার ও ধামরাই থেকে মাদক এনে সাটুরিয়ার বিভিন্ন জায়গায় বিক্রি করত। তাদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গতকাল রবিবার রাতে তাদের ৭০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।