চট্টগ্রামের পটিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় পার্থ বিশ্বাস পিন্টু (২৬) নামে এক যুবককে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও মাদরাসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
স্থানীয়রা জানান, পার্থ বিশ্বাস পিন্টুকে থানায় নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। এ সময় পটিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন তারা। একই সময়ে এ ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতেও হামলা করা হয়।
এর আগে পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে ওই যুবক ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে অবমাননা করে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার দুপুরে তাকে পটিয়া থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে থানায় নিয়ে যান। পরক্ষণেই খবর পেয়ে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে চান। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি জায়েদ নুর বলেন, মহানবীকে কটূক্তি করার দায়ে পার্থ বিশ্বাস পিন্টু নামের একজনকে নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার পাপিয়া চক্রবর্তী সেনাবাহিনীর সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।