হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: মাদকসহ আটকের ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুলালকে বহিষ্কার করা হয়।
মছির হোসেন দুলাল উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও তিনি হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক।
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে রংপুরের কাউনিয়ার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-১৩। পরে তাকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব। সেই মামলায় জেল হাজতে আছেন দুলাল।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম বলেন, ব্যক্তির দায় কখনো সংগঠন নিবে না। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এ ধরনের অপকর্ম করবে তাদেরকেও বহিষ্কার করা হবে।