ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী সমাজের বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার আলহাজ্ব দারুল সালাম ট্রাস্ট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মৌবাড়িয়া মন্দির কমিটির যুগ্ম আহবায়ক স্বপন কুমার কুন্ডু, ডা. সুজয় কুমার কুন্ডু, হারু কুন্ডু, উৎপল সরকার, গোবিন্দ চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, ঈশ্বরদী উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্তের অন্যতম জনপদ। হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিব। আমাদের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে পাবনা জেলার জামায়াতে ইসলামের আমির আবু তালেব মন্ডল বলেন, আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন। এই বারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন হবে। ভয়, ভীতিহীন আনন্দময় শারদীয় দুর্গোৎসব আয়োজনে সনাতনী ভাই বোনদের পাশে থাকবে ঈশ্বরদী উপজেলা জামায়াত।
পৌর জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের সঞ্চালনায় এসময় ঈশ্বরদীর বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।