সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বয় সভা করেছে সেনাবাহিনী।
পরে ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার ৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
বুধবার (২ অক্টোবর) সকালে দীঘিনালা সেনা জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের (দি বেবী টাইগার্স) অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক, পিএসসি।
সমন্বয় সভায় জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটি ও উপস্থিতিদের উদ্দেশ্যে করে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উৎযাপনে পূর্বের ন্যায় শান্তি-সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে সকলকে এক যোগে কাজ করতে হবে।’ এছাড়াও দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তি ,শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, এডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৯টি পূজা মণ্ডপে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন সেনাবাহিনীর দীঘিনালা জোন।