ঢাকা
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:২১
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে ২৯টি মন্ডপে বিএনপির চেক বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৯ টি পূজা মন্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৫ অক্টোবর) বেলা ২ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শারদীয় শুভেচ্ছা ও এক মতবিনিময় সভায় উপজেলা বিএনপি সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ধর্মীও পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী।

দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে পালন করতে বিএনপি সার্বিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি রাজা মিয়া, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি ২৯টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীর হাতে মোট ১ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram