তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: ন্যাযতা ও যোগ্যতার ভিত্তিত্বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন করার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষকরা মানববন্ধন করেছে।
শনিবার সকালে উপজেলার পরিষদ চত্তরে বৈষম্য বিরোধী অন্তবর্তিকালীন সরকার প্রধান,মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনায় মানববন্ধন করে।
১০ গ্রেড বাস্তবায়ন কমিটির আয়োজনে তাহিরপুর সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাদাঘাট সপ্রাবি সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, তাহিরপুর মডেল সপ্রাবি শিক্ষক হোসাইন আহমেদ তৌফিক, উজান তাহিরপুর সপ্রাবি শিক্ষক মাকছুম আহমেদ,মধ্য তাহিরপুর সপ্রাবি শিক্ষক সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মাসুদ, আতাউর,মাসুক, সঞ্জয়,কিবরিয়া,মহিবুর রহমান,মতিন প্রমুখ।