দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সহিংসতা মামলায় ৪ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ও শনিবার অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়. সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতা মামলায় আওয়ামীলীগের এই ৪ নেতাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫), একই গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর (৫৩), সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম (৪৫) এবং দোয়ারাবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আছকির মিয়ার পুত্র মোঃ গোলাপ মিয়া (৫০)।
শনিবার সকাল ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।