ঢাকা
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:২০
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) সকাল ১১ টার সময় বিশ্ব শিক্ষক উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শিক্ষক মন্ডলী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশ গ্রহণে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু'র সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়  সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন,শিক্ষকতা হল সম্মানের পেশার। জাতি গঠনে শিক্ষকের অবদান অন্যতম। অথচ এক শ্রেণীর লোক আজ এই পেশাকে কলুষিত করার চেষ্টা করছে। এই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করেন।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন,  নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বডুয়া, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল  উলুম মডেল ইনস্টিটিউট আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলনা মোঃ ইসহাক, নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি,নাইক্ষ্যংছড়ি বাহিরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সহ উপজেলার সরকারী - বেসরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে (৩০-৩৫) জন শিক্ষক-শিক্ষিকা উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে,উক্ত আলোচনা সভায় উপস্থিত বক্তারা বক্তব্যে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করেন।  এবং উপজেলার কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্থাস্থ্য কামনা করেন।

জানা যায়, স্বীকৃতির মাধ্যমে অন্য শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকে স্মরণ করিয়ে দেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram