আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামের সেলিম হাওলাদারের বাড়ী থেকে এক কেজি চার’শ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বায়েজিদ হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের সেলিম হাওলাদারের ছেলে বায়েজিদ দীর্ঘদিন এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ আজিজুর রহমান ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বায়েজিদকে তার ঘর থেকে গ্রেপ্তার করে। এ সময় তার ঘর তল্লাশি চালিয়ে এক কেজি চার’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় এসআই আজিজুর রহমান বাদী হয়ে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত বায়েজিদকে আদালতে পাঠানো হয়েছে।