ঢাকা
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৪

সুনামগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়নে ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি

একে মিলন, সুনামগঞ্জ: বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়নে ১০/৫০/১০০ টাকার হিসাবপ্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবি, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা এবং ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর আয়োজনে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে পরিচালনারত ২৬টি ব্যাংকের কর্মকর্তারা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।

সিলেট অঞ্চলের ব্র্যাকব্যাংকের পিএলসি রেজাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(এফ আই ডি) মোঃ ইকবাল মহসীন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক(এফ আই ডি) তানভীর এহসান, ব্র্যাক ব্যাংক পিএলসি প্রধান ক্ষুদ্র ব্যবসা বিপ্লব কুমার বিশ্বাস, হেড ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান রেজাউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার গোলাম আজাদ সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক(এফ আই ডি) মোঃ ইকবাল মহসীন বলেছেন ১০/৫০/১০০ টাকা প্রাথমিক জমায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্টহোল্ডার, ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এসব স্বল্পআয়ের মানুষ এই ঋণটি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষেরা নিজেদের ব্যবসায় পুঁজি বিনিযোগ এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। এভাবে তারা তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। এই ব্যবসাগুলোর বেশিরভাগই গ্রামাঞ্চলে অবস্থিত, এই প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচীটি গ্র্রামীণ অর্থনীতি পূণরুজ্জীবিত করে এসব এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ ও স্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram