মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা রোধে মাটিরাঙ্গায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যেগে উপজেলা পরিষদের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলার ৯টি পূজা মন্ডপে আকষ্মিকভাবে অগ্নিকান্ডে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপণের লক্ষ্যে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন'র নেতৃত্বে মাটিরাঙ্গা বাজারের জনসাধারণ, ব্যাবসায়ীদের মাঝে চমৎকার প্রশিক্ষণ নৈপূণ্যতার আলোকে সচেতনতামূলক অগ্নি নির্বাপণের এ মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল এবং হাতে কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে সকলকে অবগত করেন মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজিব।
এ সময় উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাহফুজ বন্ধন, হিন্দু ধর্মের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।