জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সহ ১৪ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন মৃত কবির হোসেন রনির ছেলে আশিকুর রহমান আসিফ। আদালত মামলাটি আমলে নিয়ে আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলায় আসামি করা হয়েছে আগৈলঝড়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, অতি. ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক ও তৎকালীন ওসি মনিরুল ইসলাম সহ ১৪ জন কে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে থানার বাইপাস রোডের পাশে আশিকুর রহমান আসিফের বাবা কবির হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় থানা পুলিশ জানিয়েছেন তার বাবার নামে বেশ কিছু মামলা রয়েছে। রাতে তিনি ক্রসফায়ারে নিহত হয়েছেন। তৎকালীন সময় থানায় মামলা করতে গেলে এ ঘটনায় কোন মামলা দায়ের না হলে আজ বরিশাল আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলারে এজাহারে তৎকালীন উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালে লিটন সেরনিয়াবাত, একই গ্রামের আব্দুস সাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল সহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।