পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় পৃথক ঘটনায় চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তে ৩৩৩ এর ৩ এস ও ৩৩২ এর ৮ এস পিলার এলাকায় ভবানীপুর ও নলডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বনকোট গ্রামের মৃ:গনেস চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায় (১৬), খনগাঁও গ্রামে সুপেন রায়ের ছেলে অর্জন (১৮), দক্ষিন সুলতানপুর গ্রামের মৃ: বাবুল রায়ের ছেলে উত্তম চন্দ্র রায় (২১) ও খনগাঁও গ্রামে সুপেন রায়ের ছেলে কোম্পানি রায় (১৯)।
চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত যাওয়ার পথে বিজিবি টহলরত দল তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।