শার্শা (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা সপ্তমীতে যশোরের শার্শার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন শার্শা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে শার্শা উপজেলার গোগা ও কায়বা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ পূজার সার্বিক বিষয় সর্ম্পকে খোঁজখবর নেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান।
এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, আনসার ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল রাসেল সহ বিজিবি, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান জানান, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন পূজা কমিটিকে।