শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজার সূচনা থেকেই শরীয়তপুর জেলার ৬টি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন শরীয়তপুর জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ১০ অক্টোবর ও ১১ অক্টোবর ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সরোয়ার হোসেন শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা উপজেলা ও নড়িয়া উপজেলার অনেকগুলো পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও নড়িয়া থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন মোল্লা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমাদের পুলিশ বাহিনী করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে পুলিশ রাত-দিন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন।