বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে পাহাড়ি ছড়ায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুইজনকে হাতেনাতে গ্রেফতার পূর্বক বিনাশ্রম কারাদণ্ড, অপর একজনকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে।
সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার চাম্বল ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, 'গোপনে খবর পেয়েই রাতে চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ৩জনকে গ্রেফতার করা হয়। উত্তোলিত বালি এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। দুই জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড এবং অপর একজন কে আড়াই লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।' তিনি আরো বলেন, 'ভূমিদস্যু ও মাটি খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবেনা।'
অভিযান পরিচালনাকালে এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।