স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করেন।
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সুস্থ দেহের জন্য হাত ধোয়ার গুরুত্বের উপর আলোচনা করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা, কাশিয়ানী উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী হাসিবুল চৌধুরী, এনজিও কর্মকর্তা মেহেদী হাসান প্রমূখ। র্যালি ও আলোচনা সভায় জেলার সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষা অফিসার, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে। তাই জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যেকোন খাবার গ্রহণ করার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে এবং স্বাস্থ্য-সুরক্ষার জন্য বার বার হাত ধুতে হবে।