সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে পুরুষ মহিলাসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পুরুষের পরিচয় পাওয়া গেলেও মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কালিঘাট চা বাগান ও ডলুবাড়ী এলাকার পৃথক পৃথকস্থান থেকে এ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় দাড়ালো ছুরির দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।
নিহতের ছোটভাই আবুল বাসার জানান, তার ভাই আবুল খায়ের গতরাত ১১ টা থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খবর পান কালিঘাট চা বাগানের ১১ সেমশন থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে দেখেন তার ভাইয়ের লাশ। তিনি আরো জানান, তার ভাইকে হত্যা করে টমটমটি নিয়ে গেছে হত্যাকারীরা। এছাড়াও পরিচয় সনাক্ত না করার জন্য লাশের মুখমন্ডল বিকৃত করে এবং শরীরের বিভিন্ন অংশে দাড়ালো দায়ের কোপ আছে বলে জানান।
এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত হয়নি।