কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনে রাত্রী যাপন নিষিদ্ধকরণ ও ভ্রমন সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও যৌথ সংবাদ সম্মেলন করেছে পর্যটন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট মানববন্ধন কর্মসূচি পালন করে। ট্যুর অপারেটর অফ কক্সবাজার (টুয়াক)সহ পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা মানববন্ধনে অংশগ্রহণ করে। শেষে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এরপর দুপুর ১টায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্টিত হয় যৌথ সংবাদ সম্মেলন। মানববন্ধন ও যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সেন্টমার্টিনের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাশত করা হবেনা। সেন্টমার্টিনে রাত্রী যাপন নিষিদ্ধকরণ ও ভ্রমন সীমিতকরন করা হলে তা হবে পর্যটন শিল্পের জন্য মারাত্মক হুমকি। তাই পর্যটন শিল্পকে চলমান রেখে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সুরক্ষার লক্ষ্যে সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে অবশ্যই সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রি যাপন না করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের আমলে সেন্টমার্টিন দ্বীপ ঘিরে নেয়া বিতর্কিত সিদ্ধান্ত সমুহ বাতিল করা না হলে পর্যটন শিল্প দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এতে কয়েক লাখ মানুষ জীবন জীবিকা হারিয়ে বেকার জীবন যাপন করবে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটসহ সকল অংশীজনরা কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেন। এসময় টুয়াক উপদেষ্টা মুফিজুর রহমান, সাবেক সভাপতি আনোয়ার কামাল ও সহসভাপতি এমএম সাদেক লাবু ও হোসাইন ইসলাম বাহাদুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ।