মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্ব বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, বিআরটিএর সহকারী পরিচালক কাফিউল হাসান মৃধা, জয়পুরহাট সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার জুবাইর আল ফয়সাল, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নুর ই আলম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ওয়াদুদ মোল্লা, ট্রাফিকের টিআই (প্রশাসন) জামিরুল ইসলাম প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, পৌর কতৃপক্ষ যানজট নিরসনে শহরের আয়তন অনুযায়ী ইজিবাইক, ভ্যান ও রিক্সার সংখ্যা নির্ধারণ করা এবং নিরাপদ সড়কের আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহবান জানান।