লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌঁনে ১০ টার দিকে বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস (৪৭)।
ভুক্তভোগী বেলাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিদিনের মত আমরা ৫ শিক্ষক মোটরসাইকেল যোগে বিদ্যালয়ে আসছিলাম। পথে মোটরসাইকেলের গতি রোধ করে অতর্কিত ভাবে ওই এলাকার মানসুর রহমান ও আব্দুর রহমান ঝাটুর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমরা দুই শিক্ষক আহত হই। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান শিক্ষককে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ২১ অক্টোবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে হামলাকারীরা ষড়যন্ত্রমূলক ভাবে মানববন্ধন করেছে দাবি করেন তারা।এদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পযন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকরা।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানসুর রহমান বলেন, কোন শিক্ষককে মারধর করা হয়নি৷ শুধু তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং আব্দুর রহমান ঝাটু কোন মন্তব্য করেননি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজুকে মোবাইল ফোনে একাধিকবার কল দিকেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।