ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় দমকা হাওয়া, ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৭৭টি ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি কন্ট্রোলরুমও খোলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার সভাপতিত্বে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাতিয়া থানা অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার ও সিপিপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিল্টন চাকমা বলেন, যদিও হাতিয়াতে আঘাত হানার সম্ভাবনা নেই তারপরও এর প্রভাব মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। সিপিপিকে প্রত্যেক ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।
এদিকে ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় উপজেলার ২৪২টি আশ্রয় কেন্দ্রসহ সবধরনের প্রস্তুতি রয়েছে বলে সভায় জানানো হয়।
উল্লেখ্য, গতকাল থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে দুপুর থেকে হাতিয়ায় দমকা হাওয়া, ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে আকাশ মেঘলা এবং নদী উত্তাল রয়েছে।