বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির বলেন, দেশের জনগণ দেখেছে, এই ছাত্রলীগের নেতাকর্মীরা কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেমন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
বিএনপিকে উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে।