ঢাকা
২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

সুনামগঞ্জে নানা আয়োজনে গণ-অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

একে মিলন সুনামগঞ্জ থেকে : গণ অধিকার পরিষদ এর তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা   নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ও যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে শহরের পৌর চত্বর ও কাজির পয়েন্ট এলাকা থেকে দুইটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন ও শাপলা চত্বরে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়,জেলার বিভিন্ন উপজেলার দলীয় ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহন করেন। 

গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গণ-অধিকার পরিষদ  কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সুজন। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ সভাপতি আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ,সাবেক অধ্যক্ষ প্রফেসর সহিবুর রহমান,মোশাহিদ মিলটন,টুনু মিয়া,গোলাম কিবরিয়া,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মিনহাজ তালুকদার,ডাঃ আব্দুল মান্নান,উমর ফারুক,জামালগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন,ছাতক উপজেলা গণ নেতা মাওলানা আজহার আলী প্রমুখ।

শাপলা চত্বরে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুজাহিদ আলী, নজরুল ইসলাম, জীবন মিয়া, হাসান আল মামুন প্রমুখ।

বক্তারা বলেছেন বিগত আওয়ামী ফ্যাসিবাদি সরকারের শাসনামলে তারা দেশের মানুষের উপর যে অমানষিক নির্যাতন নিপীড়ন করেছিল এইসব অত্যাচার নির্যাতন থেকে বাংলার মানুষ বাচঁতে গিয়ে  গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দোসররা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। ঐদিনের ঘটনায় দেশের অনেক ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় দফা এই সোনার বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা সকল শহীদদের আত্মার রুহের মাগফিরনাত কামনা করছি, পাশাপাশি আমাদের গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয়  সভাপতি ভিপি নুরসহ আমাদের সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে রাস্তায় কোন মিছিল মিটিং করতে দেয়নি সুনামগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দালালচক্র। তারপরেও সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রাস্তায় মার খেয়েও আন্দোলন থেকে ধমিয়ে রাখতে পারেনি। আগামীতে গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram