মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহা ধুমধামে পোষা বিড়াল দুষ্ট’র সাথে মিষ্টি’র বিয়ে দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের এক নারী। তার নাম নাজমা সুলতানা। স্বামীর নাম মোস্তাক আহমেদ মিশু। তিনি কুলিয়ারচর বাজারব ছিদ্দিক মিয়ার বিল্ডিং এর ৪র্থ তলার বাসিন্দা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাড়ির ছাদের উপর বিয়ের প্যান্ডেল ও গেইট সাজিয়ে ৭০ জন মানুষকে দাওয়াত করে অনুষ্ঠানের মাধ্যমে ১০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করে ৬ মাসের বর দুষ্ট’র সাথে ৫ মাসের কনে মিষ্টি’র বিয়ে দেয়া হয়।
বিয়েতে বর পক্ষ হিসেবে পৌর শহরের মো. সেলিম মিয়া বরযাত্রীসহ মিষ্টি ও উপহার সামগ্রি নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন। পরে এক হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন তারা।
এ বিষয়ে নাজমা সুলতানা বলেন, আমি আমার পোষা বিড়ালের বিয়ের আয়োজন করেছি। ১০ হাজার ১ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেই। বিয়েতে আমার কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ব্যাতিক্রম এ বিয়ে দিতে পেরে আমি খুশি।
অন্যদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর থেকে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকটা নেতিবাচক প্রতিক্রিয়ায় লোকজন দেনমোহর ধার্য করে বিয়ে দেওয়াকে ধর্ম পরিপন্থি, কেউ আবার এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন।