গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ লাখ টাকার ৫টি সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী সাবগাড়ী, রাবারড্যাম, দুর্গাপুর এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।
সরেজমিনে জানা যায়, উপজেলার আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রশাসনের উপস্থিতি টের পেলেই পালিয়ে যান তারা। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযান বাস্তবায়নে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, উপজেলার চাঁচকৈড় বাজারে বিক্রির সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে আত্রাই নদীতে অভিযান চালিয়ে ৫টি সোঁতিজাল, ২টি চায়না দুয়ারী জাল, বিভিন্ন অবকাঠামো, অবৈধ স্থাপনা, বাঁধ অপসারণ করা হয়েছে। চাঁচকৈড় বাসহাটায় এনে ওই সোঁতিজাল ও অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও সালমা আক্তার বলেন, মৎস্য আইনসমূহ বাস্তবায়নে সোঁতিজালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীকে জেল-জরিমানাও করা হবে।