ঢাকা
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৭
logo
প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২৪

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: ইব্রাহিম হোসেন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি এ কেন্দ্রীয় নেতা।

মঙ্গলবার বেলা ১২টায় তিনি মোরেলগঞ্জ-শরণখোলার দলী নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ শেষে ফেরীঘাট এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভাজন করা যাবে না। ঘের দখল, জমি দখল, দলের মধ্যে অনুপ্রবেশকারীদের কাছ থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে ১৭ বছর পরে নিজ জন্মভূমিতে ফিরলেন কেন্দ্রীয় এ নেতা মো. ইব্রাহিম হোসেন। তার আগমনে নেতাকর্মীরা জড়ো হয়ে ফুলের শুভেচ্ছা জানান।

সভায় এ সময় উপস্থিত ছিলেন এলডিপি পার্টির কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুর হোসেন ইসা, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সদস্য জাকারিয়া মুন্সী ডালিম, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সভাপতি মো. আল-আমীন হাওলাদার, যুবদল নেতা মো. আব্বাস মুন্সী, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের নেতা শামীম হোসেন রমজান, ছাত্রদল নেতা মো. রাসেল শেখ, তুহিন মল্লিক, মো. জিলমান, মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা বুলু শেখ, মিকাঈল শেখ, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দল নেতা শফিকুল ইসলাম, আল-মামুন ফকির, যুবনেতা মিল্টন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা। সভা শেষে কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন তার পিতা ও মাতার কবর জিয়ারত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram