নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল হান্নান।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানায়, সোমবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানার ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ গাফফার পিপিএম, মোজাম্মেল হক, পিএসআই মোঃ জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল হতে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।
পরে সনেট এর হেফাজত হতে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি ও রুবেল এর হেফাজত হইতে একটি লোহার তৈরী চাপাতি এবং ঘটনাস্থল হতে আসামীদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে তারা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে বলে স্বীকার করে। এসময় তারা তাদের সহযোগী পলাতক আরো ১৩ জন আসামীর নাম প্রকাশ করে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী সনেট এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজী, দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট ২০টি মামলা রয়েছে।