জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে দু'ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা ও ছাত্রলীগ কর্মী সহ ২২জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সোনাগাজী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ছাত্রলীগকর্মী শুভ, জিসান, মো. ইসমাইল, সৌরভ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস, সায়েম ও নাজিম উদ্দিন রিফাত সহ অজ্ঞাতনামা ১০-১৫জন।
পুলিশ, দলীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, গত ২৮ অক্টোবর দুপুরে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও রায়হানের ওপর সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে হামলা করা হয়। তারা দু'জনেই ওই কলেজের ছাত্র। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
সোনাগাজী উপজেলা ছাত্রদলের সিরিয়র যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে বলেন, হামলাকারীদেরকে আমি চিনিনা। তাদের সঙ্গে আমার কোন ছবি কিংবা সম্পর্ক নেই। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমাকে আসামি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।