মাজহারুল ইসলাম রানা, নগর প্রতিনিধি, চট্টগ্রাম: গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখে হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়তলী থানা ছাত্রদল।
বুধবার দুপুরে পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মহিন উদ্দিনের নেতৃত্বে ভেলুয়ার দীঘি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাহাড়তলী বাজার, আই-ডব্লিউ কলোনি, বাচামিয়া রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পিবিআই কার্যালয় সংলগ্ন কাঁচা রাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মহিন বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা। দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদেরে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন ওভক, মো. জিয়াত, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য মো. মিশাত, ওয়ার্ড ছাত্রদল নেতা আবির মো.রাসেল, রিয়াজ, রিজভী, আলো, সান্টু, জিসান, রাব্বি, আল-আমিন প্রমুখ।