ঢাকা
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৪

যশোর আদালতে তুলকালাম কাণ্ড, মাদক কারবারি প্রিয়ার হাজতখানার ক্রপসিকল গেটে লাথি

শহিদ জয়, যশোর: যশোর চীফ জুডিশিয়াল আদালতের হাজতখানায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে রেলগেট রায়পাড়ার চিহিৃত মাদক কারবারি প্রিয়া খাতুন, জয় ও এমএম কলেজ সংলগ্ন দক্ষিণ গেট এলাতার শিলা বেগমসহ তাদের একদল অনুসারী। তারা প্রতিপক্ষ একই এলাকার তুহিনের স্ত্রীকে মারধর করে। এ সময় জয় তাকে চাকু মারতে নির্দেশ দেয়। শিলা ওড়না জড়িয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একজন নারী পুলিশ সদস্য রুম থেকে টেনে বাইরে আনার চেষ্টা করে প্রিয়া খাতুন। তবে তিনি দ্রুত দরজা আটকে দিয়ে নিজেকে রক্ষা করেন। এরপর প্রিয়া হাজতখানার ক্রপসিকল গেটে লাথি মেরে ভাঙার চেষ্টা করে। একই সময়ে রমজান হত্যা মামলার আসামি সন্ত্রাসী পিচ্চি রাজা ভেতরে তুহিন নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় সেখানে চরম আতঙ্কের সৃষ্টি হয়। কোতয়ালি থানায় তুহিনের স্ত্রী আখি খাতুনের দায়ের করা অভিযোগে একই কথা বলা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

থানায় মামলার এজাহারে আখি খাতুন (২২) অভিযোগ করেছেন- খড়কির রমজান হত্যা মামলার আসামি সন্ত্রাসী পিচ্চি রাজা গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। সেখানে পূর্ব শত্রুতার কারণে রমজান হত্যায় তুহিনকে ফাঁসিয়ে দেয়। সে দাবি করে রমজান হত্যায় তুহিন জড়িত। যারপ্রেক্ষিতে পুলিশ তুহিনকে গ্রেফতার করে। সেই থেকে কারাগারে রয়েছে। বুধবার আদালতে হাজির করা হবে জেনে তুহিনের স্ত্রী আখি খাতুন দেখা করতে আসেন। এ সময় পিচ্চি রাজার অনুসারী রেলগেট রায়পাড়ার চিহিৃত মাদক কারবারি প্রিয়া খাতুন (২৫), একই এলাকার জয় (১৮) ও এমএম কলেজ দক্ষিণ গেট এলাকার শিলা বেগম পিচ্চি রাজার সাথে কথা বলছিল। রাজা কেন তুহিনকে ফাঁসালো-তা জানতে চেয়েছিলেন তুহিনের স্ত্রী আখি খাতুন। এ সময় তাকে মারধর শুরু করে। ভেতরে তুহিনকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে পিচ্চি রাজা। আখি খাতুন অভিযোগে বলেন-তার সাথে আসছিলেন শাশুড়ি হামিদা বেগম (৬৫), ভাগ্নে সূর্য (২২) ও মোঃ শিপন (২০) নামে বেশ কয়েকজন। তারা আমাকে কোনো রকম জীবন রক্ষা করেছে-অভিযোগ আখি খাতুনের।

এ ঘটনায় তিনি কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত সময়ে (রাত আটটা) অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ।

প্রসঙ্গ, চলতি বছরের (৮ মার্চ) রাত সোয়া ৯টার টার দিকে বাড়ির সামনের বাবুর চায়ের দোকানের সামনে রমজান আলীকে খুন করে এমএম কলেজ রোড সংলগ্ন কলাবাগান এলাকার মজিবর রহমানের ছেলে মাদক ও অস্ত্র কারবারি চক্রের অন্যতম সদস্য ও কিশোর গ্যাংয়ের লিডার রাজা ওরফে পিচ্চি রাজাসহ একদল সন্ত্রাসী। পরে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হলে সে হত্যার দায় স্বীকার করে। স্বীকারোক্তিতে হত্যায় তুহিন জড়িত বলে দাবি করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram