বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে লবণ মাঠের গর্তে পড়ে বাঁশখালীতে সাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন ওই শিশুর চাচা সম্পর্কীয় মো. হাবীবুর রহমান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ীর মাও শাহাব উদ্দিনের পুত্র। মাও শাহাব উদ্দিন আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার শিক্ষক।
নিহত শিশুর চাচা হাবীবুর রহমান এ বিষয়ে বলেন, ঘটনার দিন সকালে শিশু সাদমান তার বড় ভাই সাইদের সাথে বাড়ির পাশে লবণ মাঠে মাছ ধরতে বের হয়। লবণের মাঠে বড় একটি পানিবর্তি গর্তে (লবণ সংরক্ষণের জন্য গর্ত) সবার অগোচরে পড়ে যায় শিশু সাদমান। কিছুক্ষণ পর সামদানকে মাঠে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। শিশু সাদমানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক আকবরের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।