মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যায়, দুর্নীতি যেখানে প্রতিরোধ হবে সেখানে এই স্লোগান দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় জেলা মজলিসের শূরা সদস্য ও বিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর-৬ আসনের জামাত মনোনীত প্রার্থী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস এনামুল হক।
আরো বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারী হাফিজুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার মজলিশে শুরা সদস্য ও বিরামপুর পৌরসভার আমীর সাখাওয়াত হোসেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার মজলিশে শুরা সদস্য ও বিরামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল বাশার ,বিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু হানিফ, বিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম, বিরামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসেন, জেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, আমন্ত্রিত অতিথি শিশির কুমার সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে এবং ২০২৪ সালে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।