ঢাকা
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৪

কবিরাজের এক কলা ২০০ টাকা, লালপুরে কলাচিকিৎসা বন্ধ করলেন ইউএনও

লালপুর (নাটোর) প্রতিনিধি: কালীপূজার রাতে শ্বাসকষ্ট থেকে মুক্তির আশায় কথিত কবিরাজের কাছে প্রতি পিস কলা ২০০ টাকা দিয়ে কিনে খেয়েছেন শতশত হাঁপানি রোগী। আর এই চিকিৎসা গ্রামবাসীর কাছে কলাচিকিৎসা নামে পরিচিত। একটি কলা চার টুকরা করে প্রতিজনকে এক টুকরা করে খাওয়ানো হয়েছে। প্রতি টুকরার দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আর এমন ঘটনা ঘটেছে নাটোরের লালপুরের কলসনগর গ্রামে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কথিত কলাচিকিৎসার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলাচিকিৎসা বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

সরেজমিনে জানা যায়, কয়েকবছর যাবৎ ‘কলাচিকিৎসা’ দিয়ে আসছেন স্থানীয় কয়েকজন কবিরাজ। শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ থেকে মুক্তির আশায় বাস, মাইক্রোবাস, সিএনজি মোটরসাইকেলসহ বিভিন্ন যানে করে উপজেলার কলসনগর গ্রামের আবুল কালামের বাড়িতে ভীড় করেন রোগীরা। সেখানে প্রশাসনিক ঝামেলা এড়াতে টাকা নিয়ে গোপনে এই চিকিৎসা দেন কথিত কবিরাজ মিজানুর রহমান।

গোপনে কলাচিকিৎসা দিচ্ছেন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলের ভিডিও ও ছবি তুলতে গেলে বাধা প্রদান করেন ওই কবিরাজ ও তার অনুসারীরা। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

গত বছরও কথিত এই কবিরাজ মিজানুর উপজলার শালেশ্বর গ্রামে তার দুলাভাই আব্দুল মতিনের বাড়িতে এচিকিৎসা দেন। পরে উপজেলা প্রশাসনের উপস্থিত টের পেয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

পাবনার চাটমোহর থেকে চিকিৎসা নিতে আসা জান্নাতুল ফেরদৌস ও রেজিয়া বেগম বলেন, লোকমুখে শুনেছি এখানকার কলা দিয়ে গাছ খেলে শ্বাসকষ্ট ভালো হয়৷ এজন্য আমরা হাইস নিয়ে এসেছি। তবে সত্যিই রোগ ভালো হয় কিনা জানা নেই।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, কলার সঙ্গে গাছগাছড়া খেলে শ্বাসকষ্ট রোগ ভাল হয় এমন তথ্যপ্রমাণ চিকিৎসা বিজ্ঞান সম্মত নয়। ভিত্তিহীন এ ধরণের চিকিৎসার মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে।

গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আতিক হাসান বলেন, অমাবশ্যার রাত বলতে কোরআন হাদিসে কোন কিছু নাই। এমনকি অমাবশ্যার রাতকে কেন্দ্র করে যদি কেউ কলাচিকিৎসা করে থাকেন তবে এটি সম্পূর্ন কুসংস্কার।

এ বিষয়ে কবিরাজ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের মাধ্যমে কথিত কলা চিকিৎসার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই কথিত কবিরাজরা পালিয়ে যায়। পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি করার অপচেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram