মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চৌফলদন্ডীর ৪৪টির অধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে রামু থেকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে ইউনিয়নের পূর্ব রাজারকুল থেকে র্যাব-১৫, কক্সবাজার তাকে গ্রেফতার করে।
আটক জিয়া কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝের হাট পাড়ার মনির আহমদের পুত্র। সে রামুতে তার এক আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে ছিল। অভিযানে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে চৌফলদন্ডি ইউনিয়নের পশ্চিম পাড়া মাঝেরহাট এলাকা থেকে যে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার করা হয় তা তারই অধিনস্ত আস্তানায় ছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, অপহরণ ও মুক্তিপণ আদায়, বন আইনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।